বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও সীমান্তে বেড়া নিয়ে যা বলছে ভারত
অবশেষে বাংলাদেশি কৃষকদের ফেরত দিল বিজেপিএফ
বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিজেপিএফ, ভারতের ধরে আনলো বাংলাদেশিরা
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কনটেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। ড. আসাদুজ্জামান রিপন বলেন, যারা শেখ হাসিনা ও দুর্নীতির সঙ্গে ছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। এ লোকগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন।