বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও সীমান্তে বেড়া নিয়ে যা বলছে ভারত
অবশেষে বাংলাদেশি কৃষকদের ফেরত দিল বিজেপিএফ
বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিজেপিএফ, ভারতের ধরে আনলো বাংলাদেশিরা
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে বিশাল (২৮) ও জামালের ছেলে নাহিদ (২৫)। মামলায় বিশাল দুই ও নাহিদ ছয় নম্বর আসামি। এ নিয়ে মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে র্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও র্যাব-১২ সিরাজগঞ্জের সদর কোম্পানি যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে আসামি বিশালকে গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে আসামি নাহিদকে গ্রেপ্তার করে।